চরিত্র হারিয়ে জলঙ্গী নদী , হুঁশ নেই কারো

15th January 2020 অনান‍্য
চরিত্র হারিয়ে জলঙ্গী নদী , হুঁশ নেই কারো


নবাব আলিবর্দী খাঁ থেকে ফরাসী বা ইংরেজ রা অনেকেই জলপথে কৃষ্ণনগর এসেছেন এই জলঙ্গী নদী দিয়েই । রাজা কৃষ্ণচন্দ্রের আমলে গমগম করত জলঙ্গী নদী পথ । সেই আমলের মূল নদী পথ গরিমা হারিয়ে এখন কচুরী পানা আর জঞ্জালে মজতে বসেছে । স্থানীয় প্রশাসনের উদাসীনতায় নদী এখন নালায় পরিণত নদীয়ার কৃষ্ণনগরে ।   দূর্গা , জগধাত্রী বা কালী পূজায় বিসর্জনের কাঠামো সড়ানোর ব্যবস্থা থাকলেও  অন্য ছোট পুজো বা পার্বণে নজর রাখেনা বলেই অভিযোগ স্থানীয়দের । অর্ধেক অংশ কচুরীপানায় ভরে,  বাকী ঠাকুরের কাঠামো আর ফুল মিশে নদী এখন ডোবার আকার নিয়েছে কদমতলা ঘাঠ সংলগ্ন জায়গায় ।সংগঠনগুলি উদ্যোগী হলেও প্রশাসনের উদাসীনতার চিত্র স্পষ্ঠ কদমতলা ঘাটে । পুরোনো রুপে ফিরুক ঐতিহ্যবাহী এই নদী চান সকলেই ।

          ছবি - সন্দীপন সরকার 





Others News

এক কোটি টাকার ইয়াবা ট‍্যাবলেট সহ ধৃত ২

এক কোটি টাকার ইয়াবা ট‍্যাবলেট সহ ধৃত ২


ভানুময় চন্দ ( ত্রিপুরা ) : প্রায় এক কো‌টি টাকার নেশা জা‌তীয় ইয়াবা ট‌্যাব‌লেট সহ ক‌রিমগ‌ঞ্জের বাবা হো‌টেল সংলগ্ন মোবারকপু‌রে ধরা পড়ল দুই যুবক।এক গোপন খব‌রের ভি‌ত্তি‌তে তা‌দের‌কে এক‌টি ছোট গা‌ড়ি স‌মেত আটক ক‌রে স্থানীয় সীমান্তরক্ষীর সাত ব‌্যা‌টে‌লিয়‌নের জওয়ানরা।এএস(শূণ‌্য এক)এলসি(আট দুই ছয় নয়)নম্ব‌রের গাড়ীত তল্লা‌শি ক‌রে কু‌ড়ি হাজার ইয়াবা ট‌্যাবলেট উদ্ধার করা হয়।যার বাজার মূল্য প্ৰায় এক কোটি টাকার মত হ‌বে ব‌লে বিএসএফ সু‌ত্রে প্রকাশ।ধৃত‌দের ম‌ধ্যে র‌য়ে‌ছে বরপেটা জেলার ইসমাইল আলী ও হোসেন আলী মিরধা।বৰ্তমানে ধৃত‌দের জেলা সদর থানায় আট‌কে রে‌খে টানা জিঙ্গাসাবাদ চালা‌চ্ছে পু‌লিশ।